রণবাদ্য: ইতিহাস পাঠ
# বদরের যুদ্ধ সংঘটিত হয়- ৬২৪ খ্রিস্টাব্দে।
# ক্রসেডের আনুমানিক সময়কাল- ১০৯৬-১২৯২ খ্রি:।
# ওয়াটার লু যুদ্ধ হয়েছিল- ১৮১৫ সালে।
# কৌটিল্য ছিলেন প্রাচীন অর্থশাস্ত্রবিদ।
# গুপ্তযুগ ছিল প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত।
# বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়- নালন্দা।
[সংগ্রহঃ মুরসালিন সরকার]
# পাল বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে।
# সুলতান মাহমুদ সতেরবার ভারতবর্ষ আক্রমণ করেন।
# প্রথম পানি পথের যুদ্ধ সংঘটিত হয়- ১৫২৬ সালে।
# পানি পথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়- ১৫৫৬ সালে।
# পানি পথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়- ১৭৬১ সালে।
# পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর- জেরিকো।
Tags
Other