আল মাহমুদ
[সংক্ষিপ্ত জীবনী]
আল মাহমুদ ১১ জুলাই, ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত। তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালি কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া ইত্যাদি। কাবিলের বোন তাঁর উপন্যাস। পানকৌড়ির রক্ত গল্পগ্রন্থ। পাখির কাছে ফুলের কাছে তাঁর শিশুতোষ কবিতার বই। উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক (১৯৮৬), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৮৬৮)। তিনি ১৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে ৮২ বয়সে পরলোক গমন করেন।
Tags
Other