আল-কুরআন-সূরা আল হাশরঃ ২২-২৪


আল-কুরআন
সূরা আল হাশরঃ ২২-২৪


২২. আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ২১ নেই অদৃশ্য প্রকাশ্য সবকিছুই তিনি জানেন তিনিই রহমান রহীম
 
২৩. আল্লাহ- সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি বাদশাহ, অতীব পবিত্র,২২ পূর্ণাঙ্গ শান্তি,২৩ নিরাপত্তাদানকারী২৪ হিফাযতকারী,২৫ সবার উপর বিজয়ী শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়েই বিরাজমান থাকতে সক্ষম আল্লাহই সেই সব শিরক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে
 
২৪. সেই পরম সত্তা তো আল্লাহ- যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপদানকারী উত্তম নামসমূহ তাঁর- আসমান যমীনের সবকিছু তাঁর তাসবীহ বা পবিত্রতা বর্ণানা করে২৬ চলেছে তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী

 

ব্যাখ্যাঃ                                      
২১. অর্থাৎ যিনি ছাড়া কারোর মর্যাদা, স্থান মোকাম নেই যে তার বন্দেগী উপাসনা করা যেতে পারে, যিনি ছাড়া উলুহিয়াতেরগুণ ক্ষমতা কারোরই নেই যে, তার উপাস্য হওয়ার হক থাকতে পারে
 
২২. অর্থাৎ তিনি এর থেকে বহুগুণে উচ্চতর যে তাঁর সত্তার কোনো দোষ বা ত্রুটি বা কোনো মন্দ গুণ পাওয়া যাবে; বরং তিনি এক পরিক্রম সত্তা যাঁর সম্পর্কে কোনো খারাপের ধারণা পর্যন্ত করা যায় না
 
২৩. বিপদ অথবা দুবর্লতা অথবা ত্রুটি তাঁর হতে পারে বা তাঁর পূর্ণত্বের কখনো হ্রাস ঘটতে পারে- এরূপ সকল সম্ভাবনা থেকে তাঁর সত্তা উচ্চতর পবিত্র
 
২৪. অর্থাৎ তাঁর সৃষ্ট বস্তু তাঁর সম্পর্কে নিরাপদ যে, তিনি কখনো তার প্রতি যুল্ম করবেন না, অথবা তার হক নষ্ট করবেন না, অথবা তার পুরস্কার বিনষ্ট করবেন না, অথবা তাঁর প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি ভংগ করবেন না
 
২৫. মূলেআল মুহাইমিনশব্দ ব্যবহৃত হয়েছে এর তিন প্রকার অর্থ হতে পারেঃ প্রথমত, রক্ষণাবেক্ষণকারী; দ্বিতীয়ত, পরিদর্শক, সাক্ষী যিনি দেখছেন- কে কি করছে, তৃতীয়তঃ সেই সত্তা যিনি মানুষের প্রয়োজন অভাব পূর্ণ করার দায়িত্ব নিজে গ্রহণ করেছেন
 
২৬. অর্থাৎ কথার ভাষায় বা অবস্থার বর্ণনা করছে যে- তার স্রষ্টা প্রতিটি দোষ ত্রুটি, দুর্বলতা ভ্রান্তি খেকে মুক্ত পবিত্র

Post a Comment

Previous Post Next Post