আল-হাদীস
হযরত আবু যর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, সর্বোৎকৃষ্ট কাজ হলো, আল্লাহ তায়ালার উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং আল্লাহ তায়ালার উদ্দেশ্যেই শত্রুতা পোষণ করা।
(আবু দাউদ)
ব্যাখ্যাঃ
মানবজীবনের সকল কর্মকাণ্ড একমাত্র আল্লাহ তায়ালার জন্য হওয়া উচিত। সাধারণত পার্থিব স্বার্থ সিদ্ধির লক্ষ্যেই মানুষ একে অপরকে ভালোবাসে এবং অন্যের সাথে শত্রুতা পোষণ করে। তাই মহানবী (সাঃ) এ দুটি কর্মকে বিশেষভাবে উল্লেখ করেছেন। অথবা উপস্থিত কোনো সাহাবীর মাঝে এ দুটি গুণের অভাব লক্ষ্য করেছেন বিধায় মহানবী (সাঃ) এ কর্মদ্বয়কে উত্তম কর্ম হিসেবে উল্লেখ করেছেন। অন্য হাদীসে আল্লাহ তায়ালা কেয়ামত দিবসে তার উদ্দেশ্যে মহব্বতকারীদেরকে আহ্বান করবেন।
Tags
Al Hadith