সাহিত্য পাঠ প্রতিযোগিতা পর্ব ০১ [উত্তর ও ফলাফল]


সাহিত্য পাঠ প্রতিযোগিতা ১ম পর্ব
উত্তর ও ফলাফল

১ম পর্বের উত্তর সমূহঃ

১। হিজরি সন ইংরেজির কত তারিখ থেকে শুরু হয়?
     উত্তরঃ (খ) ১২ সেপ্টেম্বর।
২। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কবর খনন করেন কে?
     উত্তরঃ (ঘ) হযরত তালহা (রা)।
৩। পবিত্র কুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি কতবার এসেছে?
     উত্তরঃ (ক) চার বার।
৪। কাবা শরীফে সর্বপ্রথম কে আজান দিয়েছিলেন?
     উত্তরঃ (গ) হযরত বেলাল (রা)।
৫। মুসলিম মহিলারা সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন?
     উত্তরঃ (ঘ) উহুদ যুদ্ধে।
৬। মক্কা খেকে হেরা গুহার দূরত্ব কত?
     উত্তরঃ (ক) দু’মাইল।

১ম পর্ব বিজয়ীঃ
মোহাম্মদ রুবেল মিয়া
দ্বাদশ শ্রেণি
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
ব্রাহ্মণবাড়িয়া

Post a Comment

Previous Post Next Post