[PDF Book]
পর্দা কি প্রগতির অন্তরায়
সাইয়েদা পারভীন রেজভী
১৯৫৫ সনের ২রা মার্চ মুলতান মেডিকেল কলেজে অনুষ্ঠিত তৎকালীন পাকিস্তান আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল। বিতর্কের বিষয়বস্তু ছিল ‘‘পর্দা কি প্রগতির অন্তরায়!’’ এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছেন মুলতান মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সাইয়েদা পারভীন রেজভী। তিনি পর্দার আড়াল থেকে বক্তৃতা করতে চেয়েছিলেন, অনুমতি না পেয়ে গায়ে চাদর জড়িয়ে তার বক্তব্য পেশ করেছেন।
তিনি বিভিন্ন অকাট্য যুক্তি-প্রমাণাদির সাহায্যে প্রমাণ করেছেন যে, পর্দা কোন মতেই প্রগতির অন্তরায় নয়ই বরং মানুষের সার্বিক প্রগতিতে পর্দার বিশেষ ভূমিকা রয়েছে। বিচারকদের শতকরা নিরানব্বই ভাগ রায় তাঁর পক্ষে হয়েছে।
বই ডাউনলোড- ক্লিক
Porda ki progotir ontorai
ReplyDelete