হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী
* নাম ও পরিচয়ঃ তাঁর নাম ওমর, উপনাম আবু হাফস, গুণবাচক নাম আল ফারুক, পিতার নাম খাত্তাব, আর মাতার নাম হানতামা বিনতে হাশেম। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবী ও ইসলামের দ্বিতীয় খলিফা।
* ইসলামগ্রহণঃ তিনি নবুওয়াতের পঞ্চম মতান্তরে ষষ্ঠ সালে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকালে তাঁর বয়স ছিল ছাব্বিশ বছর। তাঁর পূর্বে ৪০ জন পুরুষ এবং ১১ জন মহিলা ইসলামগ্রহণ করেন। তাঁর ইসলামগ্রহণের পরেই ইসলাম প্রকাশ্যতা লাভ করে এবং তিনি ফারুক উপাধিতে ভূষিত হন।
* খেলাফতের দায়িত্বগ্রহণঃ হযরত আবু বকর (রাঃ) এর ইন্তেকালের পর তিনি হিজরী ১৩ সনের ২৩ জুমাদাল উখরা খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। আর হিজরী ২৩ সনের ২৩ যিলহজ্জ তিনি শাহাদাতপ্রাপ্ত হন এবং তাঁর খেলাফত সমাপ্ত হয়। তাঁর খেলাফতের সময়কাল ১০ বছর ৬ মাস।
* বর্ণিত হাদীসের সংখ্যাঃ তিনি রাসূল (সাঃ) থেকে সর্বমোট ৫৩৯টি হাদীস বর্ণনা করেছেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন বলে তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা তুলনামূলক কম।
* ইন্তেকালঃ হিজরী ২৩ সনের ২৪ যিলহজ্জ বুধবার দিন তিনি মসজিদে নববীতে এশার নামাযে ইমামতি করার জন্য দাঁড়ালে মুগীরা ইবনে শো’বার অগ্নিপূজক ক্রীতদাস আবু লু’লু বিষাক্ত তরবারি দ্বারা তাঁর মাথা ও নাভিতে মারাত্মকভাবে আঘাত করে। আহত অবস্থায় তিনদিন অতিবাহিত হওয়ার পর ২৭ যিলহজ্জ শনিবার তিনি শাহাদাত বরণ করেন।
* জানাযা ও দাফনঃ হযরত সোহাইব (রাঃ) তাঁর জানাযায় ইমামতি করেন। হযরত আয়েশা (রাঃ) এর অনুমতিক্রমে রওযায়ে নববীর মধ্যে সিদ্দীকে আকবরের বাম পাশে তাঁকে দাফন করা হয়
Tags
Other