আয়াতের শিক্ষা- সূরা আল ইমরানঃ ১৮০

 

#আয়াতের_শিক্ষা 
সূরা আল ইমরান:১৮০  "আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে। বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন-সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ী বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও যমীনের পরম সত্ত্বাধিকারী। আর যা কিছু তোমরা কর; আল্লাহ সে সম্পর্কে জানেন।"

#শিক্ষা:
১. মানুষ পৃথিবী ও আসমানের যেসকল জিনিস ব্যবহার করছে তা আসলে আল্লাহর মালিকানাধীন।
২. আল্লাহ তায়ালা এগুলো মানুষকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করার অধিকার দিয়েছেন। কিন্ত মানুষ তা ভুলে গিয়ে একক মালিকানা প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে।
৩.আল্লাহর দেয়া এই সম্পদের ক্ষেত্রে যারা কৃপণতা না করে আল্লাহর পথে প্রাণ খুলে ব্যয় করে তারাই বুদ্ধিমান।
৪. অন্যদিকে যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে স্তূপীকৃত করে তাদেরকে আল্লাহ নিরেট মূর্খ বলেছেন।
৫. কৃপণতা ও সম্পদ স্তূপীকরণের জন্য এই সম্পদই কিয়ামতের মাঠে তাদের গলার বেড়ি হবে।

Post a Comment

Previous Post Next Post