কুরআন সম্পর্কে কয়েকটি জানার বিষয়


কুরআন সম্পর্কে কয়েকটি জানার বিষয়ঃ
১. সর্ব প্রথম কুরআন নাযিল হয় হিজরত পূর্ব ১৩ সনে রমযান মাসের শেষ দশ দিনের কোন একটি বিজোড় রাত্রে।
২. সর্ব প্রথম নাযিল হয় সূরা আল আলাকের প্রাথমিক পাঁচটি আয়াত।
৩. হিজরি ১১ সনের সফর মাসে কুরআন নাযিল শেষ হয়।
৪. সর্ব শেষ নাযিল হয় সূরা আল বাকারার ২৮১ নম্বর আয়াত।
৫. কুরআনের সূরা সংখ্যা ঃ ১১৪টি।
৬. আয়াত সংখ্যাঃ ৬৬৬৬ টি। তবে কমবেশি হতে পারে।
৭. সবচেয়ে বড় আয়াত সূরা আল বাকারার ২৮২ নম্বর আয়াত।
৮. সবচেয়ে বড় সূরা আল বাকারা।
৯. সবচেয়ে ছোট সূরা আল কাউছার।
১০. সিজদা সংখ্যা ১৪টি। ইমাম শাফেয়ীর মতে ১৫টি।
১১. রসূল (সাঃ) মক্কায় থাকতে যেসব সূরা নাযিল হয়েছে, সেগুলোকে বলা হয় 'মক্কী সূরা'।
১২. রসূল (সাঃ) মক্কা থেকে মদীনায় হিজরত করে আসার পর যেসব সূরা নাযিল হয়েছে, সেগুলোকে 'মাদানী সূরা' বলা হয়েছে।
১৩. কুরআন ধারাবাহিকভাবে নাযিল হয়নি। প্রয়োজন মতো অল্প অল্প করে নাযিল হয়েছে। নাযিল হবার পর রসূল (সাঃ) আল্লাহর ইচ্ছা অনুসারে সাজিয়েছেন।
১৪. কুরআন ২৩ বছরে নাযিল হয়েছে। কখনো গোটা সূরা, কখনো কিছু আয়াত।
১৫. প্রথম সূরা আল ফাতিহা।
১৬. সর্বশেষ সূরা আন নাস।
১৭. সূরা আল মুজাদালার প্রতি আয়াতে আল্লাহর নাম উল্লেখ হয়েছে।
১৮. কুরআনে আল্লাহর নাম উল্লেখ হয়েছে ২৬৯৭ বার।
১৯. কুরআনে 'কুরআন' শব্দ উল্লেখ হয়েছে ৬৮ বার।
২০. কুরআনে 'মুহাম্মদ' নাম উল্লেখ হয়েছে ৪ বার এবং 'আহমদ' ১ বার। অন্যান্য স্থানে আল্লাহর রসূল, আর রসূল এবং হে নবী সম্বোধন হয়েছে।
২১. মুহাম্মদ (সাঃ) সহ কুরআনে পঁচিশজন নবীর নাম উল্লেখ হয়েছে।
২২. সূরা ৯ আত তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই। এছাড়া বাকি সব সূরার শুরুতে 'বিসমিল্লাহির রাহমানির রাহীম' আছে।
২৩. সূরা ২৭ 'আন নামল'-এ 'বিসমিল্লাহির রাহমানির রাহীম' দুবার আছে।
২৪. কারো পক্ষে কুরআনকে বিনাশ করা সম্ভব নয়। কুরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন।

1 Comments

  1. নামঃ মুবতাসিম
    গুরুত্বপূর্ণ তথ্য।

    ReplyDelete
Previous Post Next Post