আল্লাহ তায়ালা মানুষদের সৃষ্টি করেছেন মাটি থেকে

 


#আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা

তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে।(১) তারপর তোমাদের জন্য নির্ধারিত করেছেন জীবনের একটি সময়সীমা এবং আর একটি সময়সীমাও আছে, যা তাঁর কাছে স্থিরীকৃত (২) কিন্তু তোমরা কেবল সন্দেহেই লিপ্ত রয়েছে।

সূরা আল আন'আমঃ ২

__________________________________________

(১) মানব দেহের সমুদয় অংশ মাটি থেকে গৃহীত। এর সামান্যতম অংশও অ-মৃত্তিকা নয়। তাই বলা হয়েছে, তোমাদের সৃষ্টি করা হয়েছে মাটি থেকে।


(২) অর্থাৎ কিয়ামতের সময় যখন সকল পূর্বের ও পরের লোককে পুনরায় নতুনভাবে জীবিত করা হবে এবং নিজেদের সমস্ত কাজের হিসাব দেবার জন্য তারা তাদের রবের সামনে হাযির হয়ে যাবে।


সূত্রঃ

তরজমায়ে কুরআন মাজীদ


#সূরা আনআম #আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা

Post a Comment

Previous Post Next Post