#আল-হাদীস
কিয়ামতের দিন পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করার আগে বনী আদমের পা এক কদমও নড়তে পারবেনা। সেগুলো হলোঃ
১. সে নিজের জীবনটা কোন্ পথে কাটিয়েছে?
২. যৌবনের শক্তি কোন্ কাজে লাগিয়েছে?
৩. ধন সম্পদ কোন্ পথে উপার্জন করেছে?
৪. কোন্ পথে ধন সম্পদ ব্যয় করেছে?
৫. দীন ইসলাম সম্পর্কে যতোটুকু জানতো, সে অনুযায়ী কতটুকু আমল করেছে।
[তিরমিযীঃ ইবনে মাসউদ রাঃ]
ব্যাখ্যাঃ
এই হাদীসে আমাদের প্রিয় নবী আমাদেরকে একথাই বুঝাতে চেয়েছেন যে, আমাদের জীবনের একটি মুহূর্তও অকারণে নষ্ট করা যাবে না। অন্যায় পথে একটি পয়সাও উপার্জন করা যাবে না। আল্লাহর মর্জির খেলাফ কাজে একটি পয়সাও খরচ করা যাবেনা। আর দীন ইসলাম সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। কারণ, আল্লাহর কাছে একদিন এগুলোর হিসাব দিতে হবে। আমাদের প্রত্যেককেই মরতে হবে এবং আল্লাহর কাছে হাযির হতে হবে। তাই সেদিনকার মুক্তির ব্যবস্থা পৃথিবী থেকেই করে যেতে হবে।
Tags
Al Hadith