#আল হাদীস #Al Hadith
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ
(সাঃ) ইরশাদ করেছেন, তোমাদের
কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার
নিকট তার পিতামাতা, সন্তানসন্ততি এবং সকল মানুষ হতে সর্বাধিক
প্রিয় না হব।
(বুখারী ও মুসলিম)
ব্যাখ্যাঃ
আলোচ্য হাদীসে পরিপূর্ণ ঈমানদারদের পরিচয় তুলে ধরা হয়েছে। পরিপূর্ণ
ঈমানদার হতে হলে পৃথিবীর সবকিছু হতে রাসূল (সাঃ)-কে বেশি ভালোবাসতে হবে। সন্তান তার পিতাকে এবং পিতা তার
সন্তানকে স্বভাবজাত ভালোবাসবে। কিন্তু এসব ভালোবাসার চেয়ে অধিক
ভালোবাসা হবে রাসূল (সাঃ)-এর জন্য। আর রাসূলুল্লাহ (সাঃ) –এর জন্য ভালোবাসার অর্থ হচ্ছে তাঁর প্রদর্শিত পথে
জীবন পরিচালনা করা। তাঁর সুন্নাতসমূহকে আঁকড়ে ধরা। প্রত্যেক
মুমিনের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ (সাঃ)-এর প্রতি পরিপূর্ণ ভালোবাসা প্রদর্শন করা, প্রয়োজনে তাঁর
ভালোবাসার জন্য সকল কিছু পরিত্যাগ করতে হবে। অন্যথা
সত্যিকার মুমিন হওয়া যাবে না।
Tags
Al Hadith