আসসালামু আলাইকুম
সম্মানিত "ইসলামি জ্ঞান অনুসন্ধান" এর পাঠকগণ আশা করি সবাই ভাল আছেন।
এবং প্রশংসা আল্লাহর তিনি যেন আমাদের দ্বীনের পথে আটুট রাখেন। আমিন
আমি আপনাদের বলব শয়তান কাদের শত্রু?
আর শয়তানের শত্রু কারা?
আমি কুরআনের আলোকে বলার চেষ্টা করব।
আল্লাহ্ যেন আমাকে তৌফিক দান করেন। আমিন।
কুরআন মাজিদে সূরা বাকারার ৩৬ নং আয়াতে আল্লাহ্ বলেন:
فازلھما الشیطن عنھا فاجرجھما مما کانا فیھ (ص)وقلنا امبطو ابعضکم لبعض عد وولکم فی الارض مستقرومتاع الی حین۔
অর্থ: শেষ পর্যন্ত শয়তান দুজনকেই (ঐ গাছের লোভ দেখিয়ে আমার হুকুম পালন করা থেকে) সরিয়ে নিল এবং তারা যে অবস্থায় ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়ল। আমি তখন হুকুম দিলাম, এখন তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও। তোমরা একে অপরের দুশমন। তোমাদেরকে দুনিয়ায় একটা বিশেষ সময় পর্যন্ত থাকতে হবে এবং সেখানেই জীবন-যাপন করতে হবে। (সূরা বাকারা:৩৬)
এখানে,
আল্লাহ্ তায়ালা বলেন 'তোমার একে অপরের শত্রু।'
অর্থাৎ মানুষ শয়তানের শত্রু আর শয়তান মানুষের শত্রু।শয়তান মানুষের শত্রু একথা তো সুস্পষ্ট। কারন সে মানুষকে আল্লাহর হুকুম পালনের পথ থেকে সরিয়ে রাখার এবং ধ্বংসের পথে পরিচালনা করার চেষ্টা করে।কিন্তু শয়তানের শত্রু মানুষ,একথার অর্থ কি?
আসলে শয়তানের প্রতি শত্রুতার মনোভাব পোষণ করাই তো মানবতার দাবি।কিন্তু প্রবৃত্তির কামনা-বাসনার সামনে সে যে সমস্ত প্রলোভন এনে হাযির করে মানুষ সেগুলোর দ্বারা প্রতারিত হয়ে তাকে নিজের বন্ধু ভেবে বসে।এধরনের বন্ধুত্বের অর্থ এই নয় যে,প্রকৃতপক্ষে শত্রুতা বন্ধুত্বে পরিবর্তিত হয়ে গেছে। বরং এর অর্থ হচ্ছে;এক শত্রু আর এক শত্রুর কাছে পরাজিত হয়েছে এবং তার জালে ফেঁসে গেছে।
নোটঃ তানজিল হাসান, বগুড়া।
Tags
Al Quran