তাকবীরে শির - মানছুরা আল আজাদ

 
তাকবীরে শির
-মানছুরা আল আজাদ

ঈমানের রশ্মিতে জাগে যদি মন
হাতছানি শাবুকের চলে প্রতি ক্ষণ,
পরোয়া ভয়ভীতি নেই কোন তার
বুকে আছে ভয় শুধু গোলামী যার।
চারদিকে তাগুতের কল্লোল ভর
শকুনের বিধানে ভিন্নতা চর,
তবু সে লড়ে যায় একা ধরে পথ
মাড়িয়ে মিথ্যার যত মতামত।
জীবনের মায়া কায়া বুঝে না সে
পথ চলে দূর্গম একাকী হেসে,
হিম্মত জেগে থাকে সেই ঈমানে
নেকড়ের পাল যায় দূরে সমানে।
বুকে বুকে থাকে যদি ঈমানের শশী
একদিন হবে কায়েম নুরানি রশী।
বিশ্বাসে আকিদায় জোড়া হয়ে দ্বীন
এভাবেই তাগুতেরা হবেই বিলীন।

Post a Comment

Previous Post Next Post