ফলাফলঃ সাহিত্য পাঠ প্রতিযোগিতা-২য় পর্ব


সাহিত্য পাঠ প্রতিযোগিতা ২য় পর্ব
ফলাফল ও উত্তর

আসসালামু আলাইকুম
রণবাদ্য সাহিত্য পাঠ কর্তৃক ধারাবাহিকভাবে আয়োজিত সাহিত্য পাঠ প্রতিযোগিতা ২য় পর্ব গত ৭ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বরে শেষ হয়। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সাহিত্য পাঠ প্রতিযোগিতার ২য় পর্ব সফলভাবে সমাপ্ত হয়। অংশগ্রহণকারীদের মধ্য হতে একজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে। সাহিত্য পাঠ প্রতিযোগিতা ২য় পর্বের বিজয়ীর নাম ঘোষণা করা হলো।

                                                                           
২য় পর্ব বিজয়ীঃ
নাদিয়া সুলতানা
নবম শ্রেণি
মান্দারী ইসলামিয়া আলিম মডেল মাদরাসা
লক্ষ্মীপুর
                                                                           
অভিনন্দন ২য় পর্বের বিজয়ীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের সবাইকে উপকারী ইলম দান করুন। (আমীন)




সাহিত্য পাঠ প্রতিযোগিতা ২য় পর্বের উত্তরসমূহঃ

১। রাসূল (সা:) এর কত বছর বয়সে বক্ষবিদারণের ঘটনা ঘটে?
  উত্তরঃ (খ) চার বছর।
২। দানশীলতার কারণে কাকে কোরাইশরা ‘ফাইয়াজ’ উপাধিতে ভূষিত করেছিলেন?
 উত্তরঃ (ঘ) আব্দুল মুত্তালিব।
৩। রাসূল (সা:) এর পিতা ইন্তেকালের সময় কয়টি উট রেখে যান?
 উত্তরঃ (ক) পাঁচটি।
৪। হেরা গুহার দৈর্ঘ্য কত ছিল?
 উত্তরঃ (খ) চার গজ।
৫। নবী মুহাম্মদ (সা:) এর কত বছর বয়সে ফুজ্জারের লড়াই শুরু হয়?
উত্তরঃ (খ) ১৫ বছর বয়সে।
৬। বিবি খাদিজার সাথে বিয়ের মোহরানা স্বরূপ আল্লাহ রাসূল (সা:) কতটি উট দিয়েছিলেন?
উত্তরঃ (ক) বিশটি।
৭। কোন সাহাবীর মা তাঁর ইসলাম গ্রহণের সংবাদ শ্রবনান্তে পুত্রের পানাহার বন্ধ করে দেয় এবং তাকে ঘর থেকে বহিষ্কার করে?
উত্তরঃ (গ) হযরত মসয়াব ইবনে ওমায়ের (রা:)।
৮। কখন থেকে নবী করীম (সা:) ‘দারে আরকান’ কে দ্বীনের দাওয়াতের কেন্দ্র রূপে নির্ধারণ করেন?
উত্তরঃ (খ) নবুয়তের পঞ্চম বছর থেকে।
৯। কোন মাসে সাহাবায়ে কেরামের প্রথম দল হাবশায় হিজরত করেন?
উত্তরঃ (ঘ) রজব মাসে।
১০। নবুয়তের কততম বছরে হযরত হামযা (রা:) ইসলাম গ্রহণ করেন?
উত্তরঃ (ক) ষষ্ঠ বছরে।
১১। আবু তালিবের নিকট আগমনকৃত কোরাইশদের শেষ প্রতিনিধি দলে কতজন ছিল?
উত্তরঃ (খ) ২৫ জন।
১২। মক্কা বিজয়ের কালে কা’বা গৃহে কতটি মূর্তি ছিল?
উত্তরঃ (ক) ৩৬০টি।

লিখিত অংশঃ
১৩। আরব ভূ-খণ্ডের পশ্চিমে-
উত্তরঃ লোহিত সাগর ও সায়না উপদ্বীপ।
১৪। আবরাহার সেনাবাহিনীর সব হাতি কোন স্থানে পৌঁছার পর বসে পড়ল?
উত্তরঃ মুযদালিফা এবং মিনার মধ্যবর্তী মুহাসসির প্রান্তরে।
১৫। পথে কোন স্থানে এসে বিবি আমেনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন?
উত্তরঃ মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়া নামক জায়গায়।
১৬। নবুয়তের কততম বছরে হযরত খাদিজাতুল কোবরা (রা:) ইহলোক ত্যাগ করেন?
উত্তরঃ দশম বছরে।
১৭। অহীর কোন ধরণটি সর্বাপেক্ষা কঠোরতম অবস্থা ছিল?
উত্তরঃ ঘণ্টার ধ্বনির ন্যায়।
১৮। কার শাসনকার্য পরিচালনার আট মাস পরই হযরত খালেদ ইবনে অলীদ (রা:) হীরায় ইসলামী পতাকা উড্ডীন করেন?
উত্তরঃ মোনযের ইবনে মারুর।
১৯। ‘‘আইয়ামে জাহেলিয়াতের চার প্রকার বিয়ে ছিল”- কে বলেছেন?
উত্তরঃ উম্মুল মু’মিনীন আয়েশা (রা:)।
২০। কত হিজরী সনে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়?
উত্তরঃ ত্রয়োদশ হিজরীতে।

Post a Comment

Previous Post Next Post