নিয়্যতের গুরুত্ব
হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আমি হযরত রাসূলে করীম (স) কে একথা বলতে শুনেছি যে, সমস্ত কাজ-কর্ম নিয়্যতের ওপর নির্ভরশীল এবং প্রতিটি মানুষের জন্য তাই হবে, যা সে নিয়্যত করেছে। অতএব, যার হিজরত হবে দুনিয়া লাভের দিকে কিংবা কোনো মেয়েলোকের জন্য তাকে বিয়ে করার উদ্দেশ্যে, তার হিজরত সেই দিকেই (গণ্য) হবে-যার দিকে সে হিজরত করেছে। - বুখারী
মুসলিম শরীফে 'যার হিজরত হবে' এরপর অন্য একটি বাক্য অতিরিক্ত উদ্ধৃত রয়েছে, তা হলোঃ " অতএব যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে, তাঁর হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের দিকেই (গণ্য) হবে।
হাদিসটির গুরুত্ব
এই হাদীসটি ইসলামে একটি মূল ফর্মূলা হিসাবে গণ্য। কোনো কোনো ব্যক্তির মতে ইসলাম সম্পর্কিত ইলম-এ এর গুরুত্ব এক-তৃতীয়াংশ। কেননা বান্দাহর সমস্ত কাজ যদিও তার অন্তর, অঙ্গ-প্রত্যঙ্গ ও মুখ দিয়ে সম্পন্ন হয়, কিন্তু তবুও 'অন্তর' দিয়ে সম্পাদিত কাজ তারমধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অগ্রগণ্য। কেবলমাত্র নিয়্যত বা অন্তরের কাজ দিয়েই 'ইবাদত' সম্পন্ন হয়। কিন্তু অপর দুটির কোনো একটি দিয়েও এককভাবে কোনো কাজ হয় না।
এই হাদীস থেকে একথাও প্রমাণিত হয় যে, ইবাদতের সমস্ত কাজেই নিয়্যত এক শর্ত বিশেষ, এ ছাড়া কোনো কাজ করলেও তা গণ্য হতে পারে না।
আল্লামা খাত্তাবী এই হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে লিখেছেনঃ ' সকল কাজই নিয়্যতের ওপর নির্ভরশীল' এই কথার অর্থ এই যে, সমস্ত কাজের বিশুদ্ধতা এবং এর ফল লাভ নিয়্যত অনুযায়ীই হয়ে থাকে। কেননা নিয়্যতই মানুষের কাজের দিক নির্ণয় করে। কিন্তু এর অর্থ এই নয় যে, নিয়্যত ছাড়া মূল কাজটিই অসম্পাদিত থেকে যায়। কেননা কাজ তো করলে হয়- নিয়্যত না করলেও এটি সংঘটিত হয়।
ব্যাখ্যাঃ সকল প্রকার কাজ-কর্মের ভালো ও মন্দ এবং গ্রহণযোগ্য ও গ্রহণ-অযোগ্য হওয়া একমাত্র নিয়্যতের ওপরই একান্তভাবে নির্ভরশীল- এই কথা সুস্পষ্ট করে বলাই এই হাদীসের মূল লক্ষ। অর্থাৎ যে কাজ সৎ নিয়্যতে ও সৎ উদ্দেশ্যে করা হবে তাই সৎ কাজ হিসেবে গণ্য হবে এবং আল্লাহর দরবারে একমাত্র এটিই মূল্য ও সম্মান লাভ করতে সমর্থ হবে। কিন্তু কোনো ভালো কাজেও যদি খারাপ উদ্দেশ্যে দুষ্ট নিয়্যতে করা হয়, তবে তা কখনও ভালো কাজ হিসেবে গণ্য হবে না ও আল্লাহর কাছে তা গৃহীতও হবে না- বাহ্যদৃষ্টিতে তা যত ভালো ও সৎকাজ বলে মনে হোক না কেন।
মোটকথা আল্লাহ তায়ালা কাজের সঙ্গে সঙ্গে নিয়্যতের এবং অাঙ্গিকের সঙ্গে সঙ্গে আন্তরিকতারও বাস্তব প্রমাণ পেতে চান। তাঁর কাছে প্রত্যেক কাজের নিয়্যত অনুযায়ী এর হিসাব ও ওজন হয়ে থাকে এবং সেই অনুসারে এর ফল দান করা হয়।
___________
সূত্রঃ হাদীস শরীফ- পৃঃ ৯
★ ফেইসবুক পেইজ- ক্লিক
★ ফেইসবুক গ্রুপ- ক্লিক
Tags
Al Hadith