আল-হাসীস
হযরত
আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরষাত করেছেন, তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু হতে দূরে থাকবে। সাহাবায়ে কেরাম জিঞ্জেস করলেন, হে আল্লাহর রাসূল! ধ্বংসকারী ঐ সাতটি বস্তু কী? জবাবে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, সেগুলো হলো-
(১) আল্লাহর সাথে শিরক করা,
(২) যাদু করা,
(৩) যাকে হত্যা করা আল্লাহ তায়ালা হারাম ঘোষণা করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করা,
(৪) সুদ খাওয়া
(৫) এতিমের সম্পদ (অন্যায়ভাবে) ভক্ষণ করা
(৬) জেহাদের ময়দান হতে পলায়ন করা,
(৭) ঈমানদার নির্দোশ সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া।
(বুখারী ও মুসলিম)
ব্যাখ্যাঃ
আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) যে সাতটি কাজকে ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করেছেন, এগুলো শুধু শরীয়তের দৃষ্টিতেই ধ্বংসকারী নয়; বরং সামাজিক দৃষ্টিতেও এগুলো জঘন্যতম অপরাধ। কেননা এগুলো সামাজিক শৃঙ্খললা ও শান্তি বিনষ্ট করে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই সুস্থ বিবেক সম্পন্ন লোক এসব গর্হিত কাজে জড়াতে পারে না, তদুপরি যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সেও এগুলোকে ঘৃণা করে থাকে। অতএব যে ব্যক্তি এসব নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়বে, পরকালে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
Tags
Al Hadith