আল্লাহকে ভয় করার জাযা



আসসালামু আলাইকুম।
সম্মানিত ইসলামি জ্ঞান অনুসন্ধান এর পাঠক আশা করি সবাই ভাল আছেন।
আজকের বিষয়:"আল্লাহকে ভয় করার জাযা"।


হাদীস শরীফে আছে,
(প্রথম জামানায়) এক ব্যক্তি অনেক বেশি গুনাহ করেছিন।মৃত্যু শয্যায় সে তার ছেলেদের কে ওসিয়ত করলো,যখন আমি মরে যাব তখন তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে আমার ছাইগুলো অর্ধেক শুকনায় উড়িয়ে দিবে আর অর্ধেক নদীতে ভাসিয়ে দিবে।
এই ওসিয়ত সে এই জন্য করেছিল, তিনি বলেন:আল্লাহ্ যদি আমাকে পান এবং জিন্দা করেন তাহলে অবশ্যই আমাকে এমন কঠিন শান্তি দিবে যা দুনিয়ার আর কাউকে দেওয়া হয়নি।

যখন সে মারা গেল তখন তার ছেলেরা তাদের পিতার ওসিয়ত যথাযথ ভাবে পালন করলেন।
তার লাশ পুরিয়ে অর্ধেক নদীতে ভাসিয়ে দিল আর বাকী অর্ধেক শুকনায় উড়িয়ে দিল।

অতঃপর আল্লাহ্ তায়ালা নদী এবং জমিন কে হুকুম করলেন তাদের ভিতরে থাকা ছাই এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রিত করতে।
আল্লাহর হুকুমে জমিন এবং নদী তাদের ভিতরে থাকা ছাই গুলো একত্রিত করে দিল।
আল্লাহ্ তাকে পুনরায় (পরকালের জন্য) জীবিত করলেন।
এবং বললেন তুমি মৃত্যুর আগে এ রকম ওসিয়ত করেছিলে কেন?
জবাবে লোকটি বললেন: আল্লাহ্ আপলার ভয়ে আমি এরকম ওসিয়ত করেছিলাম।
এরপর আল্লাহ্ তাকে মাফ করে জান্নাতে জায়গা করে দেলেন।
(متفق علھی)
বুখারি ও মুসলিম।

নোটঃ তানজিল হাসান

Post a Comment

Previous Post Next Post