আ‌মি কে? দু‌নিয়া‌তে কেন এ‌সে‌ছি?

আ‌মি কে? দু‌নিয়া‌তে কেন এ‌সে‌ছি? এ প্রশ্নের জবাব আমা‌দের প্রত্যেক‌কেই জান‌তে হ‌বে। কুরআনের ঘোষণা অনুযায়ী পৃ‌থিবী‌তে আ‌মি আল্লাহর খ‌লিফা। যে ব্যক্তি কারো অধিকারের আওতাধীনে তারই অর্পিত ক্ষমতা- ইখতিয়ার ব্যবহার করে তাকে খলীফা বলে। 

খলীফা নিজে মালিক নয় বরং আসল মালিকের প্রতিনিধি। সে নিজে ক্ষমতার অধিকারী নয় বরং মালিক তাকে ক্ষমতার অধিকার দান করেছেন, তাই সে ক্ষমতা ব্যবহার করে। সে নিজের ইচ্ছে মতো কাজ করার অধিকার রাখে না। বরং মালিকের ইচ্ছে পূরণ করাই হয় তার কাজ। 

যদি সে নিজেকে মালিক মনে করে বসে এবং তার ওপর অর্পিত ক্ষমতাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে থাকে অথবা আসল মালিককে বাদ দিয়ে অন্য কাউকে মালিক বলে স্বীকার করে নিয়ে তারই ইচ্ছে পূরণ করতে এবং তার নির্দেশ পালন করতে থাকে, তাহলে এগুলো সবই বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে।

তথ‌্যসূত্র: তাফহীমুল কুরআন (সূর‌া বাকারা: ৩৮ নং টীকা)

Post a Comment

Previous Post Next Post